ইউক্রেনের বিপক্ষে কী বেঁকে বসলো জার্মানি?
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ইউক্রেনের-বিপক্ষে-কী-বেঁকে-বসলো-জার্মানি
সোমবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট কিয়েভের অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক চাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেনকে এখন পর্যন্ত কোন দেশ পশ্চিমা নির্মিত লড়াইয়ের সামরিক যান বা যুদ্ধের ট্যাংক দেয়নি।
তিনি আরো বলেন, আমরা মিত্রদের সঙ্গে একমত হয়েছি জার্মানি একতরফাভাবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া বলছে, নাৎসিদের ধ্বংস ও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে রুশ সেনাবাহিনী।