সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রেমিকাকে যে পাঁচ প্রশ্ন করবেন না

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

প্রেমিকাকে-যে-পাঁচ-প্রশ্ন-করবেন-না

প্রেমিকাকে-যে-পাঁচ-প্রশ্ন-করবেন-না

নতুন প্রেমে পড়েছেন, সম্পর্কটা আগে মজবুত করতে মনোযোগী হন। সম্পর্কের শুরুতেই ক্ষমতা দেখাতে যাবেন না। এই যেমন ধরুন, কোনো নতুন সম্পর্কে জড়ানোর পরই এমন কিছু কথা আমরা বলে ফেলি যাতে সমস্যা তৈরি হয়ে যায়। এবার এমনটা করলে তো চলবে না। তাই সম্পর্কের টিপস জানা জরুরি।

এবার বিষয় হল, এখনকার দিনে সম্পর্ক তৈরি হতে সময় লাগে খুবই কম। কয়েকদিনেই তৈরি হয়ে যায় প্রেম। তবে বন্ডিং বলে কিছু থাকে না। কারণ এই বন্ডিং তৈরি করার জন্য ঠিক যতটা সময় দরকার, তা এই খুব কম মানুষের মধ্যেই রয়েছে। এটাই হলো বড় সমস্য়ার বিষয়। এমন সব ক্ষেত্রে আপনি যদি সতর্ক হয়ে যেতে পারেন, তবে কিন্তু নিজেদের মধ্যে বন্ডিং ঠিক থাকবে। এবার থেকে এমন বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে। প্রেমিকার যে পাঁচ প্রশ্ন প্রেমিকের পছন্দ নয়,  আসুন এমন কিছু সম্পর্কে টিপস জেনে নেয়া যাক-

​বেতন নিয়ে প্রশ্ন

এমন প্রশ্ন সম্পর্কে আস্থা তৈরি হতে দেয় না। এটা এক গুরুতর সমস্যা। আপনি কাউকে নিজের বেতন তো বলেন না। সেক্ষেত্রে বেতন নিয়ে প্রশ্ন তোলাও একবারে ঠিক নয়। দেখা যায় আপনি যদি বেতন নিয়ে প্রশ্ন করতে থাকেন, তবে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক হয়ে যেতে শুরু করে দিন। এক্ষেত্রে নিজের নতুন গার্লফ্রেন্ডের স্যালারি নিয়ে প্রশ্ন করবেন না। এতে সমস্যা বাড়বে।

​তার সম্পত্তি নিয়ে প্রশ্ন

আপনি তার সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন, তার সম্পত্তির সঙ্গে নয়। তাহলে কেন হঠাৎ জিজ্ঞাসা করতে চাইছেন এই সব বিষয়ে। এটা মাথায় ঢুকিয়ে নিন আজই। কারণ আপনি যদি এই প্রশ্ন করেন, তবে কিন্তু সম্পর্কের ১২টা বেজে যাবে। এবার থেকে সতর্ক হয়ে যান।

​তার বন্ধুবান্ধব নিয়ে প্রশ্ন

এখন কয়েকদিন নিজেদের গল্প করুন না। এরমধ্য়েই যদি আপনি তার বন্ধুদের ব্যাপারে গভীরে জানতে চান, তবে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন। তবেই ভালো থাকতে পারবেন। এগবে সম্পর্ক। নইলে এখানেই নষ্ট হয়ে যাবে।

​আগের সম্পর্ক নিয়ে প্রশ্ন

এই তো কয়েকদিন হলো আপনারা সম্পর্কে এসেছেন। এখনই তার ব্যাপারে সবটা জিজ্ঞাসা করতে গেলে তো চলবে না। বরং এটা মাথায় রাখতে হবে যে উনি নিজে থেকে কিছু না বললে আপনি অহেতুক এসব কথা আর তুলতে যাবেন না। এতে পারস্পরিক মর্যাদাহানি হয়। এবার এটা মাথায় রাখুন। তাই প্রাক্তনের ব্যাপারে প্রশ্ন নয়।

​নেশা নিয়ে অহেতুক প্রশ্ন

অনেককেই নেশা নিয়ে অহেতুক প্রশ্ন করা হয়। হয়তো মানুষটি এমন কিছু করেন না। তাও অনেকে জিজ্ঞেস করেন।