অস্ত্র বিরতিতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
অস্ত্র-বিরতিতে-সম্মত-আজারবাইজান-আর্মেনিয়া
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আর্মেনিয়া ও রাশিয়ার যৌথ চেষ্টায় আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে স্থিতিশীলতা আনা হয়েছে। সীমান্তে উত্তেজনা পরিহার করতে দুই দেশ সম্মত হয়েছে।
আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপকিয়ান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জিও শুগেইয়ের সঙ্গে আলাপ করেন। আলাপ শেষে তারা সীমান্তে অস্ত্র বিরতিতে সম্মত হন।
এর আগে, গতকাল সোমবার থেকে নতুন করে সংঘর্ষে জড়ায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। সংঘর্ষে পরস্পরের দিকে ভারী অস্ত্র দিয়ে গোলাবর্ষণ শুরু করে দুই দেশের সেনাবাহিনী।
গার্ডিয়ানের খবরে বলা হয়, আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাসিনিয়ান নতুন সংঘর্ষের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে টেলিফোন করেন।
২০২০ সালের সেপ্টেম্বরে দুই দেশ নাগোর্নো-কারাবাখ নিয়ে সংঘর্ষে জড়ায়। ৪৩ দিনের যুদ্ধে আজারবাইজান ১৯৯০ এর দশকে হারানো অনেক অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। রাশিয়ার মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে যায়। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় দেশ মাঝেমধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।