বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসীদের নিয়ে সিনেমা করার ইচ্ছা অনন্ত জলিলের

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

প্রবাসীদের-নিয়ে-সিনেমা-করার-ইচ্ছা-অনন্ত-জলিলের

প্রবাসীদের-নিয়ে-সিনেমা-করার-ইচ্ছা-অনন্ত-জলিলের

অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত সিনেমা দিন- দ্য ডে ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়াতে। সেখানে সিনেমা মুক্তি উপলক্ষে মঙ্গলবার সকালে দেশটির কুয়ালালামপুরে পৌঁছান। সেখান থেকে বাংলাদেশ সময় ১১টার দিকে ফেসবুক লাইভে আসেন অননন্ত জলিল ও বর্ষা।

অনন্ত লাইভে জানান, মালয়েশিয়া থেকে দিন- দ্য ডে সিনেমাটির বিদেশে মুক্তি শুরু হলো এবং মুক্তি উপলক্ষেই তাদের সেখানে যাওয়া। ধীরে ধীরে অন্যান্য দেশে মুক্তি পাবে সিনেমাটি, সেসব দেশেও যাওয়ার পরিকল্পনা আছে তাদের।

অনন্ত বলেন, দিন- দ্য ডে সিনেমাটির থিমটা কিন্তু প্রবাসী ভাই-বোনদের নিয়ে। সে জন্য যে দেশেই সিনেমাটি মুক্তি পাবে, সেখানে আপনাদের সঙ্গে দেখা করতে যাব। পরবর্তিতে আমার পরিকল্পনা আছে প্রবাসী ভাই-বোনদের নিয়ে সিনেমা বানাব।

মালয়শিয়াতে ১৫টি প্রেক্ষাগৃহে দিন- দ্য ডে মুক্তি পাবে প্রথম সপ্তাহে। বর্ষা বলেন, দেশের সিনেমা দেশের মানুষদের সঙ্গে বিদেশে দেখে এটার ভালোলাগা অন্যরকম। এটা আমাদের টার্গেটও যে, বিদেশে যেখানে প্রবাসী বাংলাদেশি বেশি থাকেন, সেখানে সিনেমা রিলিজ করা।

১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া সময় বিকেল ৫টা ২০ মিনিটে কেএলসিসি বা টুইন টাওয়ারে সিনেমা দেখবেন অনন্ত-বর্ষা। দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান বর্ষা।