বুলবুলকে সুজনের কড়া জবাব
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
বুলবুলকে-সুজনের-কড়া-জবাব
বাংলাদেশ ক্রিকেটের একটি আলোচিত নাম খালেদ মাহমুদ সুজন। সম্প্রতি সুজনকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তার মন্তব্যে বেশ চটেছেন টাইগারদের এই টিম লিডার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলেছিলেন টিম ডিরেক্টর সুজন। সেখানে তাকে নিয়ে করা সেই মন্তব্যের কড়া জবাব দেন সাবেক এই অধিনায়ক।
মন্তব্য করা ব্যক্তির যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন সুজন। তখন জানান আমার সমালোচনা করা ব্যক্তিকে বোর্ডে কাজ করা আমন্ত্রণ জানিয়েছি তখন তার আর খোঁজ পাওয়া যায়নি। সুজন বলেন, উনার কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার, সেটাই আমি জানি না আসলে।
তিনি বলেন, উনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। খেলা ছাড়ার পর থেকে আমি ক্রিকেটের সঙ্গেই আছি। ন্যূনতম একটা বেতনে সাড়ে ৪ বছর বিসিবিতে কাজ করেছি। আপনাদের মাধ্যমেই সবসময় শুনি, উনি বাংলাদেশে কাজ করতে চান। আমার তো এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞতা। আমি নিজেই উনাকে প্রস্তাব দিয়েছি বাংলাদেশে কাজ করতে। উনি কোনোদিনই আমাকে জানাননি যে কাজ করতে চান। উনি প্রতিবারই এরকম হাইপ তোলেন। কিন্তু আমাকে বলেন, উনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন আসলে। উনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যে বার আবাহনীর সঙ্গে কাজ করেছেন।
সুজন আরো বলেন,' উনি চীন, ব্যাংকক, ফিলিপাইন... ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেট কোথায় পেলেন। সুতরাং ওনার যোগ্যতাটা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ করেছি। বাংলাদেশের হেড কোচও ছিলাম।
যে ভিত্তিতে জাতীয় দলের টিম ডিরেক্টর সুজন 'আমার যোগ্যতা... আমি বিসিবিতে আছি। আমি তো নির্বাচিত পরিচালক। নির্বাচন করে জিতে বোর্ডে এসেছি। ওখান থেকে আমাদের টিম ডিরেক্টর করা হয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কেন আমাকে দায়িত্ব দিয়েছেন বলতে পারব না। এটা তো আমি চেয়ে নেইনি।’