ফ্যাশনের ছক ভেঙে বেনারসিতে সেজেছে পুরুষ, ছবিতে দেখে নিন
প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফ্যাশনের-ছক-ভেঙে-বেনারসিতে-সেজেছে-পুরুষ-ছবিতে-দেখে-নিন
বলা হয়, শাড়ি এমনই এক পোশাক, যা পরা যায় অনেক রকমভাবে। যে পোশাক নিয়ে করা যায় নানা পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু শাড়ি মানে কি শুধুই নারীর পোশাক? আধুনিক সাজে এই প্রচলিত ধারণা আজ অতীত। আসলে শাড়ি এমন এক পোশাক, যা ব্যক্তিত্ব অনুযায়ী আবেদন বাড়িয়ে তোলে। তাই শুধু নারী নয়, হালফ্যাশনে যদি নজর দেওয়া যায়, দেখা যাবে পুরুষও সেজে ওঠে এই বারোহাতি বস্ত্রখণ্ডে।
পূজার আগে বেনারসি শাড়ি নতুন ভাবে উপস্থাপন করলেন ভারতীয় পোশাকশিল্পী রুদ্র সাহা। তবে এ বার সেই বেনারসি কোনো নারী নয়, বরং বাড়িয়ে তুলেছে পুরুষের সৌন্দর্য। খোলা বুক, নিম্নাঙ্গে ধুতির মতো জড়িয়ে লাল টুকটুকে বেনারসি।
প্রচলিত ধারণার ছক ভেঙে পুরুষরাও যে শাড়ি পরতে পারেন, সেই ভাবনাই আরো স্পষ্ট অন্য রকম এই ফটোশ্যুটে। পরিকল্পনার নেপথ্যে থাকা পোশাকশিল্পী রুদ্রর কথায়, ‘আমরা চেয়েছিলাম এমন কোনো সাজ তৈরি করতে, যা পূজার আগে মানুষের মননে লেগে থাকবে। আশা করি সেটা পেরেছি।’
বার্তা একটাই। এবং স্পষ্ট। নারী বা পুরুষ নয়, শাড়ি হয়ে উঠুক আপামর বাঙালির অহংকার। বেনারসি বাঙালির হাত ধরেই পৌঁছে যাক বিশ্বের দরবারে।
সূত্র: আনন্দবাজার