বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে ইলেকট্রিক স্কুটারের শো-রুমে ভয়াবহ আগুন, নিহত ৮

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ভারতে-ইলেকট্রিক-স্কুটারের-শো-রুমে-ভয়াবহ-আগুন-নিহত-৮

ভারতে-ইলেকট্রিক-স্কুটারের-শো-রুমে-ভয়াবহ-আগুন-নিহত-৮

ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শো-রুমে লাগা ভয়াবহ আগুনে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সোমবার গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার রাত ১০ টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ঐ শো-রুমে আগুন লাগে। পরে আগুন পার্শ্ববর্তী রেস্তোঁরা ও ভবনে ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় ৮ জনের মৃ্ত্যুর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হয়েছেন। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দেন।

পুলিশের সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ঐ বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শো-রুমে বেশ কিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় ২৪ জন সেখানে আটকা পড়েছিলেন। বাকিদের উদ্ধার করা হয়েছে।

এদিকে তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।