অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পাচ্ছে বিদেশি শিক্ষার্থীরা
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
অস্ট্রেলিয়ায়-কাজের-সুযোগ-পাচ্ছে-বিদেশি-শিক্ষার্থীরা
লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়, পড়াশোনার সময় শিক্ষার্থীরা যা দক্ষতা অর্জন করেছেন তা ব্যবহার করতে পারবেন। তবে কোন কোন ডিগ্রির শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন সে বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকের জন্য আবেদন করতে পারেন শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার সব বিশ্ববিদ্যালয়েই স্নাতকের সুযোগ আছে। তবে সব বিষয়ে পড়ার সুযোগ সব বিশ্ববিদ্যালয়ে নেই। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির সব তথ্য পাওয়া যাবে। উচ্চ মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর, আইইএলটিএস স্কোর অন্তত ৬ দশমিক ৫ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে পারেন।
অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তির নানা সুযোগ আছে। ভর্তি ও বৃত্তি পাওয়ার ক্ষেত্রে আইইএলটিএস স্কোর ও প্রাতিষ্ঠানিক ফল বিশেষ গুরুত্ব পায়। স্নাতকোত্তর পড়ার জন্য প্রতিবছর অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস দেয় সে দেশের সরকার। এ বৃত্তির আওতায় শিক্ষার্থী আসা-যাওয়ার বিমানভাড়া, পড়াশোনার যাবতীয় খরচ, থাকা-খাওয়ার খরচসহ গবেষণা এবং বইপত্রের জন্য অর্থ পান। স্নাতকোত্তর পর্যায়ে অনেক বিশ্ববিদ্যালয় আংশিক তহবিল দেয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ফেলোশিপসহ বিভিন্ন সরকারি বৃত্তির মাধ্যমেও পড়ার সুযোগ আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক উচ্চতর শিক্ষায় ফেলোশিপ দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়। ফেলোশিপের বিস্তারিত জানতে pmfellowship.pmo.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।