রাশিয়ার মেরিন ব্রিগেডকে নির্মূলের দাবি ইউক্রেনের
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
রাশিয়ার-মেরিন-ব্রিগেডকে-নির্মূলের-দাবি-ইউক্রেনের
সোমবার রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে নিয়মিত পর্যালোচনা প্রকাশ করেছে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ। ২০০ দিনেরও বেশি আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ করে রুশ বাহিনী।
ফেসবুকে প্রকাশিত হালনাগাদ তথ্যে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার ৮১০ মেরিন ব্রিগেডের প্রায় ৮৫ শতাংশ ধ্বংস করা হয়েছে। রুশ দখলকৃত ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোলে এ ব্রিগেড মোতায়েন ছিল।
ইউক্রেন দাবি করেছে, খেরসনের দিকে প্রতিরক্ষাবাহিনীর সফল অভিযানে ব্যাপক জনবল হারিয়েছে শত্রুরা। ব্রিগেডের অবশিষ্ট সেনাদের নৈতিক ও মানসিক পরিস্থিতি চরম অবনতিতে। তারা রণক্ষেত্রে ফিরতে অস্বীকৃতি জানাচ্ছে।
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি মার্কিন সাময়িকী নিউজউইক।