আগামী বছরের অক্টোবরে থার্ড টার্মিনালের কাজ সম্পন্ন হবে: বিমান প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৮:১০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
আগামী-বছরের-অক্টোবরে-থার্ড-টার্মিনালের-কাজ-সম্পন্ন-হবে-বিমান-প্রতিমন্ত্রী
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যাশার চেয়েও বেশি বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের ৪৪ দশমিক ১৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে এই টার্মিনাল উদ্বোধন করা যাবে।
মাহবুব আলী আরো বলেন, থার্ড টার্মিনাল নির্মাণ সম্পন্ন হওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি টার্মিনাল দিয়ে বছরে ২২ মিলিয়ন যাত্রীকে সেবা দিতে পারবে। বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর হলে যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা পাবেন।
থার্ড টার্মিনাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার প্রমুখ।