পুতিনকে ফোনে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
পুতিনকে-ফোনে-যা-বললেন-ফ্রান্সের-প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় ম্যাক্রোঁ এসব দাবি করেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন এলিসি প্যালেস রোববার এ তথ্য জানায়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ভবনের এক বিবৃতির বরাতে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার অনবরত হামলার নিন্দা করেছেন ম্যাক্রন। তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেনে রাশিয়ার যুদ্ধবিরত দাবি পুনরাবৃত্তি করেছেন। এতে আলোচনা শুরু হবে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনরায় প্রতিষ্ঠিত হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি জাপোরিঝজিয়ার বর্তমান অখণ্ডতার ঝুঁকির কারণ উল্লেখ করেন। ম্যাক্রোঁ বিদ্যুৎকেন্দ্র থেকে রাশিয়ার ভারী ও হামলা অস্ত্র সরানোর আহ্বান জানান। একইসঙ্গে জাতিসংঘের পারমাণবিক সংস্থার পরামর্শে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করে কেন্দ্রটি পুনরায় সচলের আহ্বানও জানান ম্যাক্রোঁ।