বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খারকিভে রাশিয়ার পাল্টা হামলা, ইউক্রেনের ২৫০ সৈন্য নিহত

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

খারকিভে-রাশিয়ার-পাল্টা-হামলা-ইউক্রেনের-২৫০-সৈন্য-নিহত

খারকিভে-রাশিয়ার-পাল্টা-হামলা-ইউক্রেনের-২৫০-সৈন্য-নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভের বিভিন্ন অংশে আকাশপথে হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলায় ২৫০ ইউক্রেনের সেনা নিহত হয়েছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, খারকিভের সেসব এলাকায় ইউক্রেনের সেন্যরা পুনর্দখল করেছিল যেসব এলাকা লক্ষ্য করে পাল্টা আক্রমণ করছে রাশিয়া। 

প্রতিদিনের ব্রিফিংয়ে মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সেনাবাহিনীর ইউনিট ও আস্তানা লক্ষ্য করে নিখুতভাবে আকাশপথে রকেও কামানের হামলা পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে কুপিয়ানস্ক ও ইজিয়াম শহর রয়েছে। এসব হামলায় ইউক্রেনের ২৫০ সেনা নিহত হয়েছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। 

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির বিষয়ে যোগাযোগ করা হলে কিয়েভ কোনো সাড়া দেয়নি।