বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরু হলো বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের ক্যাম্প

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

শুরু-হলো-বিশ্বকাপ-ও-ত্রিদেশীয়-সিরিজের-ক্যাম্প

শুরু-হলো-বিশ্বকাপ-ও-ত্রিদেশীয়-সিরিজের-ক্যাম্প

বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আজ থেকে তিনদিনের বিশেষ ট্রেনিং ক‌্যাম্প শুরু হয়েছে মিরপুর হোম অব ক্রিকেটে। যার নেতৃত্বে আছেন টি-২০র টেকনিক‌্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

বিসিবি জানিয়েছে, ম্যাচ সিনারিওতে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিনদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের নেতৃত্বে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। 

সোমবার সাত সকালেই ক্রিকেটারদের পদচারণায় মুখরিত হয় মিরপুর স্টেডিয়াম। ঐচ্ছিক অনুশীলনে ক্রিকেটারদের নিয়মিত যাতায়াত থাকলেও আজ শুরু হলো আনুষ্ঠানিক ভাবে।  

ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বাইরে থাকা একঝাঁক খেলোয়াড়কেও ডাকা হয়। প্রত‌্যেককেই যে নির্বাচনের জন‌্য ডাক দেওয়া হয়েছে তেমন নয়। অনুশীলনে তারা সাহায‌্য করবেন।

সকাল ৯টায় ক্রিকেটারদের রিপোর্টিং করতে বলা হয়েছিল। তার আগেই হাজির সৌম‌্য সরকার, নাজমুল হোসেন শান্তরা। ১০টায় অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে চলে বৈঠক। 

সেখানে সবার দায়িত্ব, কার কি ভূমিকা  সব বুঝিয়ে দেন  দেশের টি-২০র টেকনিক‌্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। এরপর বাইরে এসে গা গরম করে ম‌্যাচের আবহে প্রস্তুতি শুরু হয়। 

জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের জন‌্য এই ক‌্যাম্প বাধ‌্যতামূলক নয়। এশিয়া কাপে ব‌্যর্থতার পর শ্রীরাম বাইরে থাকা ক্রিকেটারদের দেখতে চেয়েছেন। ক‌্যাম্পে টি-২০র জন্য মানানসই এমন কাউকে পেলে শ্রীরাম তাকে দলে নেবেন বলেও নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

এজন‌্য বিসিবির এইচপি দল ও বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের ক‌্যাম্পে ডাকা হয়েছে। আইসিসির বেধে দেওয়া সময় অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। 

তিনদিনের ক‌্যাম্প শেষে শ্রীরাম নিজেই বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের দল বেছে নেবেন। তাকে সেই স্বাধীনতাও দেওয়া হয়েছে। 

২৩ সেপ্টেম্বর বাংলাদেশ নিউজিল‌্যান্ড যাবার কথা রয়েছে। বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশ নিউ জিল‌্যান্ড যাবে। সেখানে স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে খেলবে টি-২০ টুর্নামেন্ট। তারপরই উড়াল দেবে বিশ্বকাপ মঞ্চে।