বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা, অন্ধকারে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল!

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

বিদ্যুৎকেন্দ্রে-রাশিয়ার-হামলা-অন্ধকারে-ইউক্রেনের-উত্তর-পূর্বাঞ্চল

বিদ্যুৎকেন্দ্রে-রাশিয়ার-হামলা-অন্ধকারে-ইউক্রেনের-উত্তর-পূর্বাঞ্চল

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ইজিয়ামের নিয়ন্ত্রণ হারানোর পর প্রতিশোধের অংশ হিসেবে সেখানকার দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ নিয়মিত আপডেটে জানান, ক্রামতোর্স্ক ও ডিনিপ্রোসহ ৩০টির বেশি জনবসতি রুশ ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার শিকার হয়েছে। তাছাড়া খারকিভ ও ক্রেমেনচুকের অন্তত দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক এক টুইট বার্তায় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংসের চেষ্টা করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন।

এর আগে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ইজিয়ামের নিয়ন্ত্রণ হারায় রাশিয়া। শনিবার অস্ত্র ও গোলাবারুদ রেখে শহরের মূল ঘাঁটি ত্যাগ করে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনী দ্রুত অগ্রসর হওয়ায় গুরুত্বপূর্ণ শহরগুলোতে মস্কোর আকস্মিক পতন ঘটে। এরপরই প্রতিশোধ নিতে পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া।