রাতে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
রাতে-ভুটানের-বিপক্ষে-মাঠে-নামছে-বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই খেলতে বাংলাদেশ যুবারা এখন বাহরাইন অবস্থান করছে। আজ তারা দ্বিতীয় ম্যাচ খেলবে।
সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আগের ম্যাচে বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এর ফলে এক পয়েন্ট নিয়ে আজ খেলতে নামবে তারা।
শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়ে যুবারা আজ দারুণ আত্নবিশ্বাসী। ভুটানের বিপক্ষে জয়ের আশাবাদ বাংলাদেশ দলের। অনূর্ধ্ব ২০ দলের কোচ রাশেদ পাপ্পু এই ম্যাচ জিতে চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যেতে চান।
তিনি বলেন, ‘আমরা বাহরাইনের সঙ্গে ড্র করে টুর্নামেন্টে দারুণ শুরু করেছি। আজ জিতলে চার পয়েন্ট ভালো অবস্থানে থাকব। আশা করি আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারব।’
আজকের ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় ৯টা)। তাই বাংলাদেশ দল গতকাল ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে।
আজকের পর বাংলাদেশ ১৬ ও ১৮ সেপ্টেম্বর কাতার ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে। মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে এই গ্রুপের চ্যাম্পিয়ন অথবা দশ গ্রুপের রানারআপের মধ্যে সেরা পাঁচে থাকতে হবে।