বিশ্বের ৫ কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার: জাতিসংঘ
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
বিশ্বের-৫-কোটি-মানুষ-আধুনিক-দাসত্বের-শিকার-জাতিসংঘ
জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ওয়াক ফ্রি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ সব ধরনের আধুনিক দাসত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এক কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম ও বিবাহের কাতারে যোগ দিয়েছে।
গবেষণায় উঠে এসেছে, ২০২১ সালের শেষ নাগাদ ২ কোটি ৮০ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রমের শিকার এবং ২ কোটি ২০ লাখ মানুষ বাধ্যতামূলক বিবাহের মধ্যে বসবাস করছে। এর অর্থ- বিশ্বের ১৫০ জনের মধ্যে ১ জন আধুনিক দাসত্বের শিকার।
গবেষণায় আরো বলা হয়, বাধ্যতামূলক শ্রমের শিকার প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু। এ শিশুদের অর্ধেক আবার বাণিজ্যিক যৌন নিপীড়নের শিকার। অভিবাসীকর্মীরা অন্যদের তুলনায় তিনগুন বেশি বাধ্যতামূলক শ্রমের শিকার।
আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান গাই রাইডার এক বিবৃতিতে বলেন, আধুনিক দাসত্বের অবস্থা উন্নতি হচ্ছে না, যা খুবই দুঃখজনক। কোনো কিছুই মৌলিক মানবাধিকার অপব্যবহারের ন্যায্যতা প্রতিপন্ন করতে পারে না।
সূত্র- সিএনএন