আইপিএল ফাইনালের অনুপ্রেরণায় শ্রীলংকার শিরোপা জয়!
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
আইপিএল-ফাইনালের-অনুপ্রেরণায়-শ্রীলংকার-শিরোপা-জয়
এই ম্যাচে আগে ব্যাট করেছিল শ্রীলংকা। এবারের এশিয়া কাপে একটি ম্যাচ বাদে সবগুলোতেই পড়ে ব্যাট করা দল জিতেছিল। তবুও ফাইনাল জয়ে শুরু থেকেই আশাবাদী ছিলেন শানাকা।
কারণ হিসেবে তিনি জানান, একই ভেন্যুতে হওয়া ২০২১ সালের আইপিএলের ফাইনালের কারণে অনুপ্রাণিত ছিলো শ্রীলংকা।
২০২১ সালের আইপিএল ফাইনালে এই দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির ৮৬ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ৩ উইকেটে ১৯২ রান করেছিলো চেন্নাই। জবাবে ৬৪ বলে ৯১ রানের উড়ন্ত সূচনার পরও ৯ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি কলকাতা।
সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে শানাকা বলেন, ‘২০২১ সালের আইপিএলের ফাইনালে প্রথমে ব্যাট করে ম্যাচ জিতেছিল চেন্নাই। আমার মাথায় সেটাই ছিল। আমাদের তরুণ ক্রিকেটাররা এই পরিস্থিতি সম্পর্কে জানে।’
তিনি আরো বলেন, ‘পাঁচ উইকেট হারানোর পর হাসারাঙ্গা ডি সিলভা যেভাবে ব্যাট করেছে, তার প্রশংসা করতেই হবে। ১৭০ রান মানসিক চাপ তৈরি করে দেয়। ১৬০ রান থাকলে মনে হয় তাড়া করা সম্ভব। কিন্তু পাকিস্তান চাপে পড়েছে।’
শ্রীলংকা ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানান শানাকা। তার ভাষায়, ‘আমাদের ভাল মানের খেলোয়াড় আছে। তারা পুরো আসরেই ভালো করেছে। এজন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা আগে ভুল করেছি, কিন্তু ফাইনাল সবসময়ই ফাইনাল, এখানে ভুল কম করেছি।’
এরপর শানাকা বলেন, ‘আমরা আজ শতভাগ ভালো করেছি, এখানে খেলোয়াড়, কোচিং স্টাফদের কৃতিত্ব। আমাদের সমর্থন করার জন্য অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এবং নির্বাচকদের ভুলে যাওয়া যাবে না।’