রাজপরিবারের বিরোধী বক্তাই আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
রাজপরিবারের-বিরোধী-বক্তাই-আজ-ব্রিটেনের-প্রধানমন্ত্রী
সম্প্রতি লিজের ২৮ বছর আগের একটি ভাষণের ভিডিও সামনে এনেছে সিএনএন।
১৯৯৪ সালের ই ভিডিওতে দেখা যায়, লিজ ট্রাস ব্রিটেনের রাজতন্ত্রের বিরুদ্ধে ভাষণ দিচ্ছেন। সেখানে তিনি বলেন, একজন মানুষ শুধু রাজত্ব করার জন্যই জন্মগ্রহণ করবে এমনটা আমরা বিশ্বাস করি না। আমরা রাজতন্ত্র বাতিল চাই। কারণ গুরুত্বপূর্ণ কোনো সমাবেশেও আমরা কোনো রাজপরিবারের সদস্যকে তাদের প্রসাদের বাইরে দেখতে পাই না। এটা খুবই হাস্যকর।
কয়েক শত বছরের পুরনো রাজতন্ত্রের অবসান চেয়ে ছাত্রজীবনে সোচ্চার ছিলেন লিস ট্রাস। ছাত্রজীবনে তুখোড় রাজনীতিক ছিলেন। ইংল্যান্ডের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাট দলের পক্ষে কাজ করতেন ট্রাস। তবে মতপার্থক্যের কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার আগে ১৯৯৬ সালে তিনি কনজারভেটিভ পার্টিতে যোগ দেন।