বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়োর্কাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

মায়োর্কাকে-হারিয়ে-শীর্ষস্থান-পুনরুদ্ধার-করল-রিয়াল

মায়োর্কাকে-হারিয়ে-শীর্ষস্থান-পুনরুদ্ধার-করল-রিয়াল

এক দিন আগেই কাদিজকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল বার্সেলোনা। তবে হারানো শীর্ষস্থানটা রিয়াল মাদ্রিদ পুনরুদ্ধার করল পরের দিনই। মায়োর্কার বিপক্ষে ৪-১ গোলের দারুণ এক জয় নিয়ে ফের লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।

অবশ্য রিয়ালের জয়টা মোটেও সহজ ছিল না। খেলার শুরু থেকেই মায়োর্কাকে চাপে রেখেছিল স্বাগতিকরা। কিন্তু ধারার বিপরীতে প্রথমার্ধের ৩৫ মিনিটে এগিয়ে যায় মায়োর্কা। লি ক্যাং ইনের ক্রস থেকে ভেদাত মুরিকির গোলে পিছিয়ে পড়ে কার্লো আনচেলত্তির দল। 

রিয়াল মাদ্রিদ সমতা ফেরায় ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে উঠে এসে ফেদেরিকো ভালভার্দে প্রতিপক্ষ বিপদসীমার কাছে থেকে করে বসেন দারুণ এক গোল। তাতেই ১-১ স্কোরলাইন নিয়ে দুই দল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে রিয়াল সময় নেয় ৭২ মিনিট পর্যন্ত। গোলটা আসে ব্রাজিলিয়ান কানেকশন থেকে। রদ্রিগো গোয়েজের পাস থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

রদ্রিগোর পা থেকেই আসে তৃতীয় গোল। আর যোগ করা সময়ে কর্নার থেকে ভেসে আসা বলে অ্যান্টোনিও রুডিগারের দারুণ এক ভলিতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকে চলে এসেছে লিগের শীর্ষে। পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে দলটির সংগ্রহ এখন ১৫ পয়েন্ট। আর দুইয়ে থাকা বার্সেলোনার সংগ্রহ ১৩ পয়েন্ট।

বার্সাকে টপকে লিগের শীর্ষে চলে আসা তো বটেই, রিয়াল মাদ্রিদের কাছে এই জয়ের মূল্যটা বাড়বে আরো একটা কারণে। রিয়াল যে এই ম্যাচটা খেলেছে করিম বেনজেমাকে ছাড়াই!

সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন বেনজেমা। যার ফলে এই ম্যাচে তাকে পায়নি রিয়াল। একই কারণে আগামী বুধবার রাতে লিপজিগ ও এর পরের রোববার মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষেও তাকে পাবে না রিয়াল মাদ্রিদ।