দল না জিতলেও ব্যাট হাতে এশিয়া কাপের রাজা রিজওয়ান
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
দল-না-জিতলেও-ব্যাট-হাতে-এশিয়া-কাপের-রাজা-রিজওয়ান
এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ থেকে রান পেয়েছেন রিজওয়ান। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ৪৩ রান করেন তিনি। পরের দু’টি ম্যাচে করেন হাফসেঞ্চুরি। ফাইনালে চাপের মুখেও ৫৫ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক।
ছয়টি ম্যাচ খেলে ২৮১ রান করা রিজওয়ান এই প্রতিযোগিতায় তিনটি হাফসেঞ্চুরি করেন। তার গড় ৫৬.২০। স্ট্রাইক রেট ১১৭.৫৭।
এবারের এশিয়া কাপে ছন্দে ছিলেন কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন। হংকংয়ের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত থাকেন। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান করেন ভারতের সাবেক অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য কোনো রান করেননি কোহলি। আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে ১২২ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম সেঞ্চুরি আসে তার। কিন্তু এই প্রতিযোগিতায় এই ব্যাটারের স্কোর থেমে যায় ২৭৬ রানে।
সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তিনি পাঁচ ম্যাচে করেছেন ১৯৬ রান। শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে ছয় ম্যাচে ১৯১ রান করেন। তিনি আসর শেষ করেছেন চতুর্থ স্থানে থেকে। পঞ্চম স্থানে থাকা এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা করেছেন ১৭৩ রান।