বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় প্রেস ক্লাবের ফিটনেস সেন্টারের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

জাতীয়-প্রেস-ক্লাবের-ফিটনেস-সেন্টারের-উদ্বোধন-করেছেন-যুব-ও-ক্রীড়া-প্রতিমন্ত্রী

জাতীয়-প্রেস-ক্লাবের-ফিটনেস-সেন্টারের-উদ্বোধন-করেছেন-যুব-ও-ক্রীড়া-প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাইফ পাওয়ারটেকের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের নবনির্মিত ফিটনেস সেন্টারের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর এর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়াসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও মানুষের কল্যাণে তারা সর্বদা নিবেদিত। করোনার দুঃসময়েও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের এ কর্মব্যস্ততার মাঝে জাতীয় প্রেস ক্লাবের ফিটনেস সেন্টারটি শারিরীক ও মানসিক সুস্থতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।