বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্যাঁড়াকলে শাকিব: মালেক আফসারী

প্রকাশিত : ১১:২০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার

গ্যাঁড়াকলে-শাকিব-মালেক-আফসারী

গ্যাঁড়াকলে-শাকিব-মালেক-আফসারী

শাকিব খান অনেক গ্যাঁড়াকলে আছে। সবাই গ্যাঁড়াকলে ফেলার চেষ্টা করছে। ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে। আমি এগুলো খুলে বলতে পারব না।

শাকিব খানের একাধিক হিট সিনেমার পরিচালক মালেক আফসারী এমন মন্তব্য করেছেন। আফসারী বর্তমানে ইউটিউবার; চলচ্চিত্রের চলমান ঘটনাবলি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।

সাম্প্রতিক কিছু ঘটনাকে বিশ্লেষণ করে শাকিব খান ইস্যুতে মালেক আফসারী বলছেন, সিনেমায় এখন শাকিব খানের কোনও বন্ধু নেই। তার ভাষ্য, ‘আমার দৃষ্টিতে শাকিব খানের বন্ধু একমাত্র তার ভক্তরাই। কিন্তু সিনেমার ভেতরে এই মুহূর্তে তার কোনও বন্ধু আছে কি না, আমার জানা নেই। অনেক আপনজন পর হয়ে গেছে।’

ঢাকার পরিবেশ শাকিব খানের জন্য ভালো ছিল না বলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন, এমন মত এই পরিচালকের। তাঁর ভাষ্য, ‘সাধারণ বিচারে, এমন গ্রিন কার্ডের স্বপ্ন দেখতে পারে মফস্বলের একটা যুবক। শাকিব খান কেন করল? শাকিব কি বোঝে না? নিশ্চয়ই বোঝে। হয়তো ঢাকার পরিবেশ তার জন্য ভালো ছিল না।’

ভিডিওতে শাকিব খানের উদ্দেশে মালেক আফসারী বলেছেন, ‘আপনি শান্তিপ্রিয় মানুষ। এত সব প্রেশার মাথায় নিতে চান না। কিন্তু বিভিন্ন রকম প্রেশার আপনার মাথায়। এ জন্য নতুন সিনেমার ঘোষণা দিতে পারছেন না।’

মালেক আফসারীর পরিচালনায় বেশ কয়েকটি সফল সিনেমায় কাজ করেছেন শাকিব খান। সেই তালিকায় আছে ‘মনের জ্বালা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘ঠেকাও মাস্তান’, ‘পাসওয়ার্ড’ ইত্যাদি।