পাওয়ার প্লে-তে শ্রীলংকার ৩ উইকেট নেই
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
পাওয়ার-প্লে-তে-শ্রীলংকার-৩-উইকেট-নেই
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৪২ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ডাক মেরেছিলেন মেন্ডিস। এই ম্যাচেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। প্রথম বলেই এই ওপেনারকে বোল্ড করেন নাসিম শাহ।
আরেক ওপেনার নিশাঙ্কাও এদিন খুব বেশি রান করতে পারেননি। ৮ রান করে বাবর আজমের তালুবন্দী হন তিনি। বোলার ছিলেন হারিস রউফ। একই বোলার ফেরান এক রান করা দানুশকা গুনাথিলাকাকেও।
ভানুকা রাজাপাকশেকে সঙ্গে নিয়ে ধনঞ্জয় ডি সিলভা এখন দলকে এগিয়ে নিচ্ছেন।
এশিয়া কাপে এখন পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া শ্রীলংকার চোখ ষষ্ঠ শিরোপায়। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য তৃতীয় শিরোপা।
এর আগে পাঁচবার এশিয়া কাপের শিরোপা জিতেছিলো শ্রীলংকা। ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে এশিয়া সেরা দল হয়েছিলো লংকানরা। আরো ছয়বার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি দ্বীপ রাষ্ট্রটি।
অন্য দিকে ২০০০ ও ২০১২ আসরের শিরোপা জেতে পাকিস্তান। এছাড়া আরো দু’বার ফাইনালে উঠেছিলো দলটি। দু’বারই শ্রীলংকার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় পাকরা।