বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাঁচ উইকেট হারিয়ে কাঁপছে শ্রীলংকা

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

পাঁচ-উইকেট-হারিয়ে-কাঁপছে-শ্রীলংকা

পাঁচ-উইকেট-হারিয়ে-কাঁপছে-শ্রীলংকা

এশিয়ার কাপের পঞ্চদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় কাঁপছে লংকানরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৭৭ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ডাক মেরেছিলেন মেন্ডিস। এই ম্যাচেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। প্রথম বলেই এই ওপেনারকে বোল্ড করেন নাসিম শাহ। 

আরেক ওপেনার নিশাঙ্কাও এদিন খুব বেশি রান করতে পারেননি। ৮ রান করে বাবর আজমের তালুবন্দী হন তিনি। বোলার ছিলেন হারিস রউফ। একই বোলার ফেরান এক রান করা দানুশকা গুনাথিলাকাকেও।

পার্ট টাইম বোলার ইফতিখার আহমেদ এসে আউট করেন ধনঞ্জয় ডি সিলভাকে। তিনি ২১ বলে ২৮ রান করেন। লংকান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে বড় ধাক্কা দেন শাদাব খান। 

ভানুকা রাজাপাকশে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।