বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরু হচ্ছে বিজিএমইএ কাপ ফুটবল, খেলোয়াড় নিলাম সমাপ্ত

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

শুরু-হচ্ছে-বিজিএমইএ-কাপ-ফুটবল-খেলোয়াড়-নিলাম-সমাপ্ত

শুরু-হচ্ছে-বিজিএমইএ-কাপ-ফুটবল-খেলোয়াড়-নিলাম-সমাপ্ত

এ মাসের ২৯ তারিখ থেকে আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ’এর সপ্তম আসর শুরু হতে যাচ্ছে। যেখানে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন গার্মেন্টসের মোট ১৬টি দল। 

শনিবার প্রতিযোগিতাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘বিজিএমইএ কাপ’এর খেলোয়াড় নিলাম।

এই ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে এবং গ্রুপ পর্বের  ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। উত্তরার ৪ নং সেক্টরের কল্যাণ সমিতির মাঠে অনুষ্ঠিত হবে খেলা, ফাইনাল অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে।

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো হলো- ফকির ফ্যাশন, একেএইচ গ্রুপ, উর্মি গ্রুপ, সায়েম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, ফারিহা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপ, স্নোটেক্স আউটারওয়্যার, এমাজিং ফ্যাশনস, অ্যাপারেলস ভিলেজ, কিমস কর্পোরেশন, ইভিন্স গ্রুপ, টর্ক ফ্যাশনস, টিম গ্রুপ, লায়লা গ্রুপ ও বান্দো ডিজাইন।

এবারের নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ’র সহসভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক মো. ইমরানুর রহমান। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস উদ্যোক্তা, খেলোয়াড়  ও স্পন্সর  প্রতিনিধিরা।