কাজে খুশি নন অফিসার, ৫ পুলিশ লকআপে
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
কাজে-খুশি-নন-অফিসার-৫-পুলিশ-লকআপে
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজ্যের নওয়াদা শহরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
ঘটনার দিন রাত ৯টা নাগাদ থানায় যান পুলিশ সুপার গৌরব মাংলা। কোনো একটি ঘটনার তদন্তে কয়েকজন পুলিশ কর্মীর গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন পুলিশ সুপার। এরপর রেগে গিয়ে পাঁচ পুলিশ কর্মীকে লক আপে ঢোকার নির্দেশ দেন।
তবে ঠিক কী গাফিলতি ছিল এবং পুলিশ সুপার ঠিক কী বলেছিলেন, তা জানা যায়নি।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে লক আপের মধ্যে পাঁচ পুলিশ কর্মীকে দেখা গেছে। ওই পাঁচ কর্মী হলেন সাব-ইন্সপেক্টর শত্রুঘ্ন পাসওয়ান, রামরেখা সিং, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সন্তোষ পাসওয়ান, সঞ্জয় সিং ও রামেশ্বর ওরাঁও। প্রায় দুই ঘণ্টা পর লকআপ থেকে তাদের বের করা হয়।
আরো পড়ুন>> ১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে রানির ব্যবহৃত টি–ব্যাগ
ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিহার পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্তের দাবিও জানানো হয়েছে।
যদিও এ ঘটনার কথা অস্বীকার করেছেন পুলিশ সুপার। বিহার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় সিং জানান, তিনি পুলিশ সুপারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি ফোন ধরেননি। সিসিটিভি ফুটেজ কারচুপি করারও অভিযোগ করেছেন মৃত্যুঞ্জয়।