ওষুধ ছাড়াই কমবে পিরিয়ডের ব্যথা, শুধু খেতে হবে বিশেষ চা
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
ওষুধ-ছাড়াই-কমবে-পিরিয়ডের-ব্যথা-শুধু-খেতে-হবে-বিশেষ-চা
অনেকেরই পিরিয়ডের সময় মুঠো মুঠো ওষুধকে সঙ্গী বানান, কেউ বা এই কদিন বিছানাতেই থেকে যান। তবে ঘরোয়া উপায়েও কিন্তু মাসিকের সময় হওয়া ব্যথা থেকে বাঁচা সম্ভব। দেখুন ঘরোয়া টোটকায় কীভাবে চিকিৎসা করবেন-
তলপেটে গরম পানির সেঁক এই সময় খুব ভালো কাজে দেয়। সঙ্গে মনে রাখবেন বেশি করে পানি খেতে হবে। অনেকেই বাথরুমে যাওয়ার ভয়ে এই সময়ে কম পানি খান। ডায়েটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রাখার চেষ্টা করুন। গরম পানিতে গোসল করলেও আরাম মেলে।
মেথি-কাঁচা হলুদ আর গোল মরিচ দিয়ে একটি বিশেষ চা তৈরি করতে পারেন। প্রথমে ২ কাপ পানি প্যানে দিন। তারপর উপরে উল্লিখিত তিনটি উপাদান দিন ১ চামচ করে। ফুটিয়ে নিন ৫-৭ মিনিট ধরে। এবার এটিকে ছেঁকে অল্প গরম থাকা অবস্থায় পান করুন দিনে ৩-৪ বার।
পিরিয়ডের ব্যথাতেও আদা খুব উপকারি। বাটিতে ১ কাপ পানি নিয়ে তাতে ১ চামচ গ্রেট করা আদা দিন আর ১ চামচ ক্যামোমাইল টি। এবার ৩-৪ মিনিট ফুটিয়ে ছেঁকে খেয়ে ফেলুন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও এটি পান করতে পারেন।
মৌরির চা-ও মাসিকের ব্যথা কমাতে খুব উপকারি। এমনকী আপনি যদি এটা টানা খান, তাহলে আপনার পরের মাসে ব্যথা অনেকটাই কম হবে। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি মৌরি চা খেতে পারেন। ১ কাপ পানিতে ১ চামচ মৌরি ফুটিয়ে নিলেই হবে।