ফাইনালে পাকিস্তান ফেবারিট: ওয়াসিম আকরাম
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
ফাইনালে-পাকিস্তান-ফেবারিট-ওয়াসিম-আকরাম
১৫তম এশিয়ার কাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার লক্ষ্যে ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-পাকিস্তান। টি-২০ ফরম্যাটের এই আসরে গ্রুপ ও সুপার ফোরের সেরা দল হয়েই ফাইনালের মঞ্চে এই দু’দল।
২০১৪ সালের পর আবারও এশিয়া কাপের ফাইনাল শ্রীলংকা-পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকা ও পাকিস্তানের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দুই দলই এবারের এশিয়া কাপ শুরু করে নিজেদের প্রথম ম্যাচ হেরে। তবে পরের তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটে তারা।
ফাইনালে এবার পাকিস্তানকেই ফেবারিট বলছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তবে শ্রীলংকাকে একদমই খাটো করছেন না ওয়াসিম।
আকরাম বলেন, ফাইনাল ম্যাচে শ্রীলংকার তরুণদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পাকিস্তানকে।
বিবিএন স্পোর্টসে ওয়াসিম আকরাম বলেন, ‘এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স অসাধারণ। শ্রীলংকার বিপক্ষে হারা ম্যাচে ব্যাটিংয়ে তাদের সেই একাগ্রতা দেখা যায়নি। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য ভালো ছিল। আশা করি তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে।’
তিনি আরও বলেন, ‘তবু আমি মনে করি ফাইনালে পাকিস্তান ফেবারিট। তবে রোমাঞ্চকর ক্রিকেট খেলতে থাকা এই তরুণ শ্রীলংকাকে হালকাভাবে নেয়া যাবে না।’