বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা নিরীক্ষায় যাবে না বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

ত্রিদেশীয়-সিরিজে-পরীক্ষা-নিরীক্ষায়-যাবে-না-বাংলাদেশ

ত্রিদেশীয়-সিরিজে-পরীক্ষা-নিরীক্ষায়-যাবে-না-বাংলাদেশ

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে কোনো পরীক্ষা নিরীক্ষায় যাবে না টিম ম্যানেজমেন্ট। 

আসন্ন এই সিরিজকে সামনে রেখে দুই একদিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। এর আগে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচক বাশার স্পষ্ট করে বলেছেন, ত্রিদেশীয় সিরিজে কোন পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারাই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে থাকবেন।

এ বিষয়ে জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’