বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

একটু লো টোনে করো, সাইমনকে মাহি

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

একটু-লো-টোনে-করো-সাইমনকে-মাহি

একটু-লো-টোনে-করো-সাইমনকে-মাহি

সাইমন-মাহি জুটির নতুন সিনেমা লাইভ মুক্তি পেয়েছে শুক্রবার। সিনেমাটির প্রচার তেমন না হলেও লাইভ সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন কেন্দ্রীয় চরিত্রের দুই অভিনয়শিল্পী।

সিনেমার মুক্তির আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহি জানিয়েছিলেন, লাইভ সিনেমাটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে।

সাইমন জানিয়েছিলেন, তার চরিত্রে নায়কোচিত ব্যাপার নেই সিনেমাটিতে এবং এটাই তিনি পছন্দ করেছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সেখানে সিনেমাটি নিয়ে শিল্পীদের কথার মিল পাওয়া গেল।

সিনেমায় সাইমনের চরিত্র খুবই সাধারণ। তার দাবি, তিনি সিনেমার নায়ক নন বরং একজন অভিনেতা এবং প্রর্দায় তার অভিনয়ের অনেক জায়গা ছিল।

সাইমন বলেন, আমি চরিত্রটা করতে পেরেছি কিনা সেটা দর্শকরা বলবেন। তবে আমার পূর্ণ চেষ্টা ছিল, কাজটি ঠিক মতো করা। এটা আমার কাছে চ্যালেঞ্জের মতো।

একটি উদাহরণ দিয়ে সাইমন বলেন, সিনেমার শেষের অংশে যে দৃশ্যগুলো আছে, সেখানে আমার লাউড অ্যাক্টিং হয়ে যাচ্ছিল। আমার সহশিল্পী মাহি আমাকে ডেকে দূরে নিয়ে গেল এবং বোঝাল যে, এটা একটু লো টোনে কর। আমি মাহির কাছে কৃতজ্ঞ।

বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাইমন আরও জানান, অভিনেতা মিশা সওদাগর তাকে বলেছেন যে, ‘চেষ্টা করেছ’। তবে সাইমন মনে করেন, এগুলো নির্মাতা শামীম আহমেদ রনীর পরিচালনার কারণে হয়েছে।

সাইমন বলেন, ‘যে চরিত্রটি অন্যজন ফেলে দিতে চায়, আমি সেটা করতে চাই, আমি ভালো কাজ করতে চাই।’

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মাহিয়া মাহি। তিনি জানান, এরকম অভিনয়ও যে তাকে দিয়ে করানো সম্ভব, সেটাই তিনি লাইভ সিনেমায় আবিষ্কার করেছেন। এর জন্য তিনি পরিচালক রনীকে ক্রেডিট দিয়েছেন।

সিনেমার কাহিনিতে বিয়ে বহির্ভূত ঘটনাকে প্রাধান্য দেয়া হয়েছে। নির্মাতা রনীর কাছে এটি একটি সামাজিক ব্যাধি। সংবাদপ্রত্রে একটি প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হয়ে তিনি কাহিনিটি লেখেন।