বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন রাষ্ট্রপ্রধান পেল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

নতুন-রাষ্ট্রপ্রধান-পেল-নিউজিল্যান্ড-ও-অস্ট্রেলিয়া

নতুন-রাষ্ট্রপ্রধান-পেল-নিউজিল্যান্ড-ও-অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটেনের রাজা চার্লসের নাম ঘোষণা করা হয়েছে। দুই দেশের রাজধানীতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ ঘোষণা করা হয়। 

রোববার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লসকে  রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করে নিউজল্যান্ড। দেশটির ওয়েরিংটনের পার্লামেন্টে নতুন রাষ্ট্রপ্রধান নাম ঘোষণা করা হয়। 

পার্লামেন্টে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দ্রা আর্ডান বলেন, আজকের আয়োজন রানির ছেলে স্বীকৃতি দিচ্ছে। রাজা চার্লস তৃতীয়কে আমাদের সার্বভৌমত্ব হিসেবে ঘোষণা করা হলো। 

আর্ডান জনসভায় বলেন, রানির মৃত্যুর কারণে নিউজিল্যান্ড একটি নতুন পরিবর্তনে প্রবেশ করেছে। রাজা চার্লস আমাদের দেশের প্রতি গভীর যত্ন রেখেছেন। এ সম্পর্ক আমাদের জনগণ দ্বারা গভীরভাবে মূল্যায়ন করা হবে। সম্পর্ক গভীরতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল ও রাজপরিবারের প্রতিনিধি ডেভিড হার্লি রাজা চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। দেশটির ক্যানবেরায় অবস্থিত পার্লামেন্টে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ২১ গান স্যালুটি দেওয়া হয়। 

উল্লেখ্য, যুক্তরাজ্যের বাইরেও ১৪টি দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন থাকেন ব্রিটেনের রানি বা রাজা। তার মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে।