বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিজিটাল প্রতারণার শিকার মোহনা আত্মহত্যার পথ বেছে নেয়

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

ডিজিটাল-প্রতারণার-শিকার-মোহনা-আত্মহত্যার-পথ-বেছে-নেয়

ডিজিটাল-প্রতারণার-শিকার-মোহনা-আত্মহত্যার-পথ-বেছে-নেয়

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ছিলো গতকাল (১০ সেপ্টেম্বর)। দর্শকের মধ্যে আত্মহত্যাবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে সিনেমা ‘জীবন পাখি’।

আসাদ সরকার নির্মিত আত্মহত্যাবিরোধী সিনেমায় আজাদ আবুল কালাম অভিনয় করেছেন একমাত্র কন্যাকে হারানোর শোকে পাগলপ্রায় এক পিতার চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ‘মমতা’র চরিত্রে দেখা গেছে মোহনা মীমকে। 

সে ডিজিটাল প্রতারণার শিকার হয়ে গলায় ওড়না পেঁচিয়ে গাছের ডালে ঝুলে পড়ে। এগিয়ে যায় গল্প। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি, কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জাহরা, মুহিন খান, আইকিউএসির কর্মকর্তা আজমল হুদা মিঠু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের শিক্ষার্থী মিম, নাট্যকলা বিভাগের শিক্ষক সুমনা সরকার প্রমুখ। 

নির্মাতা আসাদ সরকার বলেন, সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ সিনেমাটি নির্মাণ করেছি। জীবনের অপর পিঠেই যদিও মৃত্যুর স্থান, তাই বলে কোনো যুক্তিতেই আত্মহত্যা কাম্য হতে পারে না। এ আন্দোলনে একটি প্রাণও যদি রক্ষা পায়, আত্মহত্যাকে ‘না’ বলতে পারে, সেটাই সিনেমার সার্থকতা।