৭০ বছরে প্রথম যুক্তরাজ্যে শোনা গেল বিরল শব্দ (ভিডিও)
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
৭০-বছরে-প্রথম-যুক্তরাজ্যে-শোনা-গেল-বিরল-শব্দ-ভিডিও
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইউটিউবে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বার্কশেয়ারের কোকহাম চার্চ আবদ্ধভাবে ঘন্টা বাজিয়েছে। চার্চে এ শব্দ ৭০ বছরে প্রথমবার শুনতে পেয়েছে বৃটিশরা। ইউটিউবের ভিডিও-এর ক্যাপশনে লেখা হয়- রানির প্রয়াণে চার্চে আবদ্ধ অবস্থায় ঘন্টা বাজানো হচ্ছে।
৭০ বছরের ইতিহাসে প্রথমবার চার্চে বিরল শব্দ শোনে জড়ো হন স্থানীয়রা। তারাও রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই ঘন্টা সর্বশেষ বাজানো হয়েছিল ১৯৫২ সালে। তখন কিং জর্জ মারা যান। জর্জের প্রতি শ্রদ্ধা জানাতে সেটি বাজানো হয়েছিল। আর তার মেয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে সম্মান জানাতে এবার একইভাবে ঘন্টা বাজানো হলো।