দলের ধারবাহিক পারফর্মেন্সে খুশি বাংলাদেশ কোচ
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
দলের-ধারবাহিক-পারফর্মেন্সে-খুশি-বাংলাদেশ-কোচ
বাংলাদেশ কোচ বলেন, মেয়েদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। সব চেয়ে ভালো দিক হলো তারা প্রথম মিনিটি থেকে ৯০ মিনিট পর্যন্ত একই ছন্দে খেলতে পেরেছে। আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল ম্যাচটি।
ছোটন বলেন, সবচেয়ে বড় কথা আমাদের মেয়েরা ফিট এবং ওরা পরিকল্পনার মধ্যে ছিল। জানতাম সুযোগ কাজে লাগাতে পারলে গোল আসবে। মালদ্বীপের ম্যাচে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। মিস হয়েছে। আজকের ম্যাচে ক্লিনিকাল ফিনিশ হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রতিটি ম্যাচেই আলাদা আলাদা পরিকল্পনা করা হয় উল্লেখ করে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, মালদ্বীপের ম্যাচে পরিকল্পনা ছিল এক রকম। পাকিস্তানের বিপক্ষে ছিল আরেক রকম। অনেকে ধারণা করেছিল পাকিস্তানের বিপক্ষে রক্ষণ ভেঙে ঢুকতে পারব না। আগের ম্যাচে দেখেছি ভারতের সঙ্গে পাকিস্তান খেলেছে জমাট রক্ষনে। আমাদের এই ম্যাচে তাই একটা বিশেষ পরিকল্পনা ছিল। সেভাবে খেলেই আমরা সফল হয়েছি। ভারতের বিপক্ষে ম্যাচেও অবশ্যই আলাদা পরিকল্পনা থাকবে এবং সেই অনুযায়ী খেলব। আশা করি ভারতের বিপক্ষে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে।
এদিকে পাকিস্তানের কোচ আদিল রিজকিও বাংলাদেশি কোচ ছোটনের প্রশংসা করেছেন। তিনি বলেন, আসলে বাংলাদেশের কোচ দীর্ঘদিন ধরেই কাজ করছেন। আমার জানা মতে ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি কাজ করছেন। বয়স ভিত্তিক সব খেলোয়াড় নিয়ে কাজ করছেন। তিনি তার খেলোয়াড়দের সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত আছেন। কাকে কখন ও কিভাবে কাজে লাগাতে হবে তা জানেন। যে কারণে দলটিকে নিয়ে তিনি বেশভালো ভাবে শক্ত অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছেন।