সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এখানে মরুভূমি আর হৃদয় মিলেমিশে একাকার

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

এখানে-মরুভূমি-আর-হৃদয়-মিলেমিশে-একাকার

এখানে-মরুভূমি-আর-হৃদয়-মিলেমিশে-একাকার

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। দুবাই যেমন ব্যবসায়িক দিক দিয়ে অনেক এগিয়ে তেমনি ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। দুবাই পৃথিবীর  বুকে বিলাসবহুল আর আকাশছোঁয়া অট্টালিকার শহর হিসেবে পরিচিত।

মরুভূমি আর হৃদয় মিলেমিশে একাকার। ছবি: দৈনিক প্রভাতীআকাশছোঁয়া ভবন বুর্জ খলিফার পাশে রয়েছে মানবসৃষ্ট আরেক আশ্চর্য, সুবিশাল এক কৃত্রিম হ্রদ। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির অনিন্দ সৌন্দর্যকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল কুদরার মরুভূমির বুকে তৈরি এ হ্রদ ‘লাভ-লেক’নামে পরিচিত। দিন দিন দুবাই ভ্রমণকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে লেকটি। 

২০১৮ সালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নিজের ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে, লেকটির ছবি আপলোড দেন। এরপর থেকেই পাঁচ লাখ পঞ্চাশ হাজার বর্গমিটারের বিশাল এ লেকটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গায় পরিণত হয়েছে। 

মরুভূমি আর হৃদয় মিলেমিশে একাকার। ছবি: দৈনিক প্রভাতীবিলাসবহুল দালান-কোঠা আর শহরের বাইরে গিয়ে দুবাই থেকে আল কুদরার মরুভূমি দর্শন পর্যটকদের নতুন আকর্ষণ। তবে মরুভূমি নয়, এটি সবুজ শ্যামল মনোরম এক প্রাকৃতিক ঠিকানা। বিশাল লাভ বা হৃদয় আকৃতির আদলে জায়গাটি সাজিয়ে তোলার কারণে এটির নাম দেয়া হয়েছে লাভ লেক।

আল কুদরা মরুভূমির একেবারে মাঝখানে অবস্থিত এই জায়গাটিতে যেতে পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার মরু পথ। চার পাশে বিস্তৃর্ণ মরুভূমিতে মাঝেমধ্যে উট ও হরিণের দেখা মেলে। লেকটির প্রবেশস্থল থেকে শুরু করে সব জায়গায় প্রদর্শন করা হয়েছে ভালোবাসার প্রতীক। লেকের নীলচে সবুজ পানিতে সার্বক্ষণিক খেলা করে অসংখ্য রঙিন মাছ। তবে, পাখির চোখেই সবচেয়ে আকর্ষণীয় দেখায় কৃত্রিম হ্রদটি। আকাশ থেকে সম্পূর্ণ স্পষ্ট হয় লাভ লেকের অপার সৌন্দর্য।

মরুভূমি আর হৃদয় মিলেমিশে একাকার। ছবি: দৈনিক প্রভাতীএরইমধ্যে ভ্রমণপ্রেমীদের কাছে জনপ্রিয়তাও পেয়েছে লেকটি। প্রশান্তির খোঁজে অবসর কাটাতে শহর ছেড়ে অনেকেই ছুটে আসেন জায়গাটিতে। প্রিয়জনের সঙ্গে মিলে এর সৌন্দর্য্য- উপভোগ করেন। লেকের বিভিন্ন স্পটে রাতভর চলে বারবিকিউ পার্টির উন্মাদনা। বন্ধুদের সঙ্গে আড্ডায় রাত শেষে দেখা মেলে ভোরের সূর্যোদয়। চারিদিকের পাখির কলকাকলিতে মুখর পরিবেশ মনকে প্রশান্তি দেয়।

বাংলাদেশ প্রেস ক্লাবের ইউএই-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আসিফ বলেন, দুবাই ঝলমলে বিলাসবহুল সব দালান-কোঠা থাকলেও কৃত্রিমভাবে তৈরি আল কুদরা লেকও রয়েছে। যেখানে আমরা প্রবাসীরা ছুটে আসি একটু প্রকৃতির ছোঁয়া পেতে। অনেক প্রবাসী এখানে বন্ধুবান্ধব বা প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসে। লাভ লেকের এ জায়গাটিতে আসলে কিন্তু খুব ভালো লাগে। পুরো লাভ লেক এলাকাটি সাজানো হয়েছে ভালোবাসার সব প্রতীক দিয়ে।’

মরুভূমি আর হৃদয় মিলেমিশে একাকার। ছবি: দৈনিক প্রভাতীকখনো দুবাই ভ্রমণে গেলে ‘লাভ লেক’ দেখার কথা ভুলবেন না। এই ভ্রমণ আপনাকে কেবল ভালোবাসা আর প্রশান্তির কথা মনে করিয়ে দেবে।