বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কটল্যান্ডের শহর ও গ্রাম ঘুরবেন রানি দ্বিতীয় এলিজাবেথ!

প্রকাশিত : ১১:৫০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার

স্কটল্যান্ডের-শহর-ও-গ্রাম-ঘুরবেন-রানি-দ্বিতীয়-এলিজাবেথ

স্কটল্যান্ডের-শহর-ও-গ্রাম-ঘুরবেন-রানি-দ্বিতীয়-এলিজাবেথ

স্কটল্যান্ডের শহর ও গ্রামগুলোতে সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহের কফিন প্রদক্ষিণ করানো হবে। রোববার তার বালমোরেল বাসভবন থেকে অন্তিম যাত্রার অংশ হিসেবে সেটি করা হবে।

রানির ওক গাছের তৈরি কফিন রাস্তায় সারিবদ্ধভাকে দাঁড়িয়ে দেখা যাবে বলে প্রত্যাশা করছেন শোকার্তরা। তার কফিন আবেরডিনশেয়ার, আবেরডিন এবং ডুনডি হয়ে ইডেনবার্গে পৌঁছাবে। 

এখানে স্কটল্যান্ডের উত্তর-পূর্ব ও পূর্ব গ্রামাঞ্চলের মধ্য দিয়ে ১৮০মাইল (২৯০কিলোমিটার) যাত্রার পথ রয়েছে, যা অতিক্রম করতে লাগবে কমপক্ষে ছয় ঘণ্টা।

সকাল ১০টায় স্কটল্যান্ডের রাজকীয় নিয়ম অনুযায়ী তার মরদেহের কফিন কাপড়ে মুড়িয়ে বালমোরালে রাখা হবে এবং তাকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে বালমোরালের ছয়জন তার কফিন শবযানে তোলবে। সেটি বাল্লাটের শহরের দিকে যাত্রা শুরু করবে। বেলা ১০টা ১২ মিনিটে আবেরডিনশেয়ারের রেখে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। 

রানির মরদেহের সঙ্গে দ্য আর্ল অব ডালহাউসি এবং ক্র্যাথি কার্ক নামের চার্চের কর্তা থাকবেন। কারণ বালমোরালে থাকলে সেখানে রানি যেতেন।  

বেলা ১১টায় তার মরদেহ স্কটল্যান্ডের তৃতীয় বড় শহর আবেরডিনে প্রবেশ করবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টা ১৫ মিনিটে ডুনডে পৌঁছাবে। সেখানে রানিকে শেষ বিদায় জানাতে জনপ্রতিনিধিরা জড়ো হবেন।  রানির কফিন ইডিনবার্গে  পৌঁছার সময় ফোর্ট ব্রিজ অতিক্রম করবেন। ইডিনবার্গে বিকেল ৪টায় ৫০০ বছরের পুরনো ভবন হলিরোড হাউজে পৌঁছাবে। সেখানে তিনি রানিতে গার্ড অব অনার দেওয়া হবে। 

এদিকে স্কটল্যান্ডে কয়েকটি ধাপ শেষে রানির কফিনটি আগামী মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে বিমানে যাত্রা করবে। এরপর ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়া হবে।