ভারতের জাতীয় পতাকা দিয়ে স্কুটি মুছলো এক যুবক, ভিডিও ভাইরাল
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ভারতের-জাতীয়-পতাকা-দিয়ে-স্কুটি-মুছলো-এক-যুবক-ভিডিও-ভাইরাল
ভারতের উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ৫২ বছর বয়সী ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি।
এ বিষয়ে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে ভজনপুরা থানায় জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ব্যবহৃত পতাকা উদ্ধার ও স্কুটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্তকে তদন্তে সাহায্য করতে বলা হয়েছে। তিনি বলেছেন, এটি ইচ্ছা করে নয়, ভুল করে করেছেন। আমরা এখনো তাকে জিজ্ঞাসাবাদ করছি এবং ডাকা হলে আদালতের শুনানিতে উপস্থিত থাকতে বলেছি।
ভারতে জাতীয় পতাকা অবমাননার ঘটনা এটিই প্রথম নয়। গত এপ্রিলেও দেরাদুনে পতাকা দিয়ে সাইকেল পরিষ্কার করার অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন।