বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লৌহমানব কোহলি, আনুশকা লৌহমানবী বললেন শোয়েব 

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

লৌহমানব-কোহলি-আনুশকা-লৌহমানবী-বললেন-শোয়েব 

লৌহমানব-কোহলি-আনুশকা-লৌহমানবী-বললেন-শোয়েব 

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে শেষবার শতকের মুখ দেখেন বিরাট কোহলি। এরমধ্যে কেটে যায় ১০২০ দিন।  প্রায় তিন বছর পর আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমেই আবারো শতক হাঁকান। যা তার আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম। 

সেই শতকের পর অভিনন্দন ও প্রশংসার জোয়ারে ভাসাতে ভুললেন না পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। 

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ম্যাচের দিন বিরাট কোহলি বলেছে, ‘আমার সবচেয়ে বাজে সময়টাও সে দেখেছে।’ নিজের স্ত্রীর কথা বলছিল সে। আনুশকার জন্য টুপিখোলা সম্মান। দারুণ করেছো, তুমি একজন লৌহমানবী এবং সে-ও স্টিলের মতো শক্ত, জনাব বিরাট কোহলি, তুমি লৌহমানব।”

কোহলিকে অভিনন্দনও জানিয়েছেন শোয়েব। শোয়েব বলেন, ‘অভিনন্দন কোহলি। এগিয়ে যেতে থাকো। তুমি দারুণ একজন মানুষ। সবসময় সত্যকে সমর্থন দিয়েছো। যে কারণে কখনো তোমার সঙ্গে খারাপ কিছু হবে না। পরের ২৯ সেঞ্চুরি মানসিকভাবে চাপে রাখবে তোমাকে। তবে সবসময় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা হিসেবেই গণ্য হবে তুমি।’

বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকানোর পর প্রায় তিন বছরে কোহলি খেলেছেন ৮৩ ইনিংস। এর মাঝে বেশ কয়েকটা অর্ধশতক করলেও শতকের মুখ দেখা হয়নি তার। 

আফগানদের বিপক্ষে করা সেঞ্চুরির সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি। তার সামনে এখন শুধুই স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। যাকে ছুঁতে আরও ২৯টি সেঞ্চুরি করতে হবে তাকে।