বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এশিয়া কাপে এবারের শিরোপা ভাগ্য কার?

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

এশিয়া-কাপে-এবারের-শিরোপা-ভাগ্য-কার

এশিয়া-কাপে-এবারের-শিরোপা-ভাগ্য-কার

আর মাত্র একদিন, তারপরই এবারের এশিয়া কাপের পর্দা নামতে যাচ্ছে। এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে এশিয়া কাপের ফাইনালের দু’দল। শিরোপা লড়াইয়ে রোববার ১১ সেপ্টেম্বর মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলংকা। 

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দু’দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

কিন্তু কার ঘরে যাচ্ছে এবারের শিরোপা? সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় পায় শ্রীলংকা। আবার পরিসংখ্যানের দিক দিয়েও এগিয়ে আছে তারা। তার আগে চলুন দেখে নেয়া যাক অতীতে তাদের কে কয়টি এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে। 

এবারের আসর বাদ দিয়ে এ পর্যন্ত এশিয়া কাপ মাঠে গড়িয়েছে মোটে ১৪ বার। এর মধ্যে শ্রীলংকা ৫ বার শিরোপার স্বাদ পায়। অন্যদিকে পাকিস্তান ২ বার এই প্রতিযোগিতায় শিরোপার স্বাদ নিয়েছে। 

তবে এশিয়া কাপের সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ডটি ভারতের দখলে।

এশিয়া কাপের প্রথম আসর বসেছিল ১৯৮৪ সালে। প্রথম আসরে শিরোপা জিতে ভারত। ১৯৮৬ সালে পরবর্তী আসরে শ্রীলংকা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা ৫ উইকেটে হারায় পাকিস্তানকে। 

এরপর টানা তিন আসরের ফাইনালে উঠলেও শ্রীলংকা শিরোপা জিততে পারেনি। তাদের হারিয়ে শিরোপা ঘরে তুলে ভারত।

পরের বার শ্রীলংকা চ্যাম্পিয়ন হয় ১৯৯৭ সালের আসরে। সেবার ভারতের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় তারা। 

এক আসর বিরতিতে পর পর দুবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে শ্রীলংকা। ২০০৪ ও ২০০৮, দুবারই শ্রীলংকার  প্রতিপক্ষ ছিল ভারত, একবার ২৫ রানে ও আরেকবার ১০০ রানে হারে ভারত। সবশেষ ২০১৪ সালে আবারো এশিয়া কাপের মুকুট মাথায় পরে লংকানরা।

অপরদিকে পাকিস্তান সর্বপ্রথম ২০০০ সালে ইউসুফ ইউহানা, ইনজামাম উল হক, আবদুর রাজ্জাক, আজহার মাহমুদদের দাপটে এশিয়া কাপের শিরোপা জিতে। ওই আসরে সর্বোচ্চ রান ছিল ইউহানার ২৯৫ রান। আর সবচেয়ে বেশি উইকেট ছিল আবদুর রাজ্জাকের, মোট ৮টি। 

২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আসরে সবশেষ এশিয়া কাপ জেতে মিসবাহ উল হক বাহিনী।

এখন ২০২২ এর এশিয়া কাপের শিরোপা কার ভাগ্যে জোটে সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে রোবারের ফাইনাল ম্যাচের শেষ বল পর্যন্ত।