ফুটবলারদের সালাউদ্দিনের হুমকি!
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ফুটবলারদের-সালাউদ্দিনের-হুমকি
ক্রমাগত ফুটবলের ব্যর্থতায় আর হতাশার গল্প শুনতে চান না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া আর ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে জামালদের তিনি দিয়ে রাখলেন অন্যরকম হুমকি। তিনি বলেন, ‘ফলাফল দাও না হয় খেলা ছেড়ে দাও’।
উত্তরা আর্মড পুলিশ মাঠে শুক্রবার ০৯ সেপ্টেম্বর ফুটবলারদের অনুশীলন পরিদর্শনে যান বাফুফে সভাপতি। এসময় সালাউদ্দিন ফুটবলারদের কঠোর এ বার্তা দিয়ে রাখেন।
মুখে ভালো করার প্রত্যাশা না দিয়ে, মাঠে সেটা দেখানোর তাগিদ দেন তিনি। ব্যর্থ হলে এবার আর ছাড় দেবেন না বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘এবার এসে আমি বলিনি আমরা সামনে ভালো করব। এবার এসে ফুটবলারদের বলেছি, তোমরা যা করছ (মাঠের বাজে ফল), তোমাদের আর ফুটবল খেলার সুযোগ নেই।’
এরপর তিনি যোগ করেন, ‘এটা তাদের প্রতি আমার ভিন্ন বার্তা। আমি তাদের বলেছি, কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে জয় পেতেই হবে। তোমাদের আমাকে বলতে হবে না, আমরা ভালো করব। তোমরা সেটা করে এসে আমাকে বলবে, ভালো করেছি।’
সভাপতির বার্তা স্পষ্ট জামালদের কাছে। গত নভেম্বরের পর থেকে জয়শূন্য বাংলাদেশ। এবার সে খরা কাটাতেই হবে। নইলে সুযোগ হারাতে হতে পারে জাতীয় দল থেকে। তাই সালাউদ্দিনকে তারাও পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন।
অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, সভাপতি তাদের কাছে দুটি জিনিসি চেয়েছেন। গণমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তিনি আমাদের কাছে যে দুটি জিনিস চেয়েছেন তার একটি ডিসিপ্লিন এবং অন্যটি কমিটমেন্ট। শতভাগ কমিটমেন্ট নিয়ে তিনি আমাদের মাঠে খেলতে বলেছেন।’