সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুলের যত্নে কলা ও মধুর প্যাক 

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

চুলের-যত্নে-কলা-ও-মধুর-প্যাক 

চুলের-যত্নে-কলা-ও-মধুর-প্যাক 

চুল নিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ সত্যি হাতে গোনা। সারা দিন অফিস বা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় চুলের যত্ন নেয়ার জন্য আমরা যেন সময় একদমই পাই না। চুলের প্রতি এই অবহেলার সঙ্গে যখন প্রাকৃতিক দূষণ আর ধুলাবালি যুক্ত হয়, তখন আর চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে আমরা বেরোতে পারি না।

এই সমস্যা থেকে মুক্তি পেতে কলা এবং মধুর এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এতে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। সেই সঙ্গে চুল হবে মোলায়েম। চলুন তবে জেনে নেয়া যাক কলা ও মধুর প্যাক কীভাবে বানাবেন সে সম্পর্ক- 

কলা ও মধুর প্যাক উপকরণ: পাকা কলা দুইটি, মধু দুই টেবিল চামচ। 

যেভাবে ব্যবহার করবের: প্রথমে পাকা কলা দুইটি খোসা ছাড়িয়ে নিন। এবার তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এই প্যাকটি পুরো চুলে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। একঘণ্টা পরে চুল ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। 

সপ্তাহে ২ বার ব্যবহার করলেই চুল থাকবে ঝলমলে। এই প্যাকটি চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে এবং চুল ঘন করে।