বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন ফিঞ্চ

প্রকাশিত : ১১:৩০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ওয়ানডে-ক্রিকেটকে-বিদায়-বললেন-ফিঞ্চ

ওয়ানডে-ক্রিকেটকে-বিদায়-বললেন-ফিঞ্চ

ওয়ানডেকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না এ ব্যটারের। শেষ ১২ ইনিংসে পাঁচবার ‘ডাক’ মেরেছেন। এ বছর এখন পর্যন্ত ১৩ ওয়ানডেতে মাত্র ১৩.০০ গড়ে ১৬৯ রান করেছেন ফিঞ্চ।

আগামী মাসে অস্ট্রেলিয়াতে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। এর আগে ওয়ানডেকে বিদায় জানালেন ফিঞ্চ। 

শনিবার আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ফিঞ্চ বলেছেন, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ও জয়ের জন্য একজন নতুন নেতাকে সুযোগ করে দেওয়ার এখনই সময়। নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেছেন, ‘কিছু অবিশ্বাস্য স্মৃতিসহ চমৎকার একটি যাত্রা ছিল।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে নতুন কাউকে প্রস্তুত করতে এখনই সরে দাঁড়ালেন ফিঞ্চ।

ফিঞ্চ আরো বলেন, অসাধারণ একটি ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। যাদের সঙ্গে আমি খেলেছি, সকলের থেকে আশির্বাদ পেয়েছি। অনেক লোক পর্দার আড়ালে রয়েছে, যারা আমার পাশে ছিল। আমি সকলকে ধন্যবাদ জানাই, যারা আমাকে এই যাত্রায় সাহায্য করেছে এবং সমর্থন করেছে। 

২০১৩ সালে ওয়ানডেতে অভিষেক হয় ফিঞ্চের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চ এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৭ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে হাঁকিয়েছেন। এই সংস্করণে ৩৯.১৪ গড়ে ৫৪০১ রান করেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকালের (রোববার) ম্যাচটিই ফিঞ্চের ক্যারিয়ারের শেষ ওয়ানডে।