বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩৪ বছর পলাতক, তবু হলো না রক্ষা

প্রকাশিত : ১১:১০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

৩৪-বছর-পলাতক-তবু-হলো-না-রক্ষা

৩৪-বছর-পলাতক-তবু-হলো-না-রক্ষা

১৯৮৭ সালে নাটোরের গুরুদাসপুর থানায় হামলা করে পুলিশ সদস্য হত্যা এবং থানার অস্ত্র লুটের ঘটনায় হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি চরমপন্থি সংগঠনের নেতা সাইফুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৩৪ বছর ধরে সে পলাতক ছিল।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ১৯৮৭ সালে নাটোরের গুরুদাসপুর থানায় হামলা করে পুলিশ সদস্য হত্যা এবং থানার মজুতকৃত অস্ত্র লুট করে চরমপন্থি নেতা সাইফুল। ঐ ঘটনায় হত্যাসহ ডাকাতি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এদিকে ঘটনার পর থেকে ৩৪ বছর ধরে পলাতক ছিল আসামি সাইফুল। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।