যেসব সিনেমা-সিরিজে উঠে এসেছিলো এলিজাবেথের জীবন
প্রকাশিত : ১০:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
যেসব-সিনেমা-সিরিজে-উঠে-এসেছিলো-এলিজাবেথের-জীবন
রানি দ্বিতীয় এলিজাবেথের শৈশব ফুটে উঠেছে ‘দ্য কিংস স্পিচ’ নামক একটি চলচ্চিত্রে। রাজা ষষ্ঠ জর্জের জীবনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় দেখা যায় শৈশবের এলিজাবেথকে। দুর্দান্ত গল্পের কারণে অস্কার পেয়েছে চলচ্চিত্রটি।
‘দ্য কুইন’ নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে রানি এলিজাবেথের জীবনের গল্পে। এতে তার চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা হেলেন মিরন। এই ছবিতে অভিনয় করে অস্কার জিতে নেন এই লাস্যময়ী।
দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে নির্মিত সবচেয়ে আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্রের নাম ‘দ্য ক্রাউন’। ২০০৬ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এখানে কৌশলে তুলে ধরা হয়েছে রানীর জীবনচিত্র।
‘দ্য রয়্যাল হাউস অব উইন্ডসর’ চলচ্চিত্রটি নির্মিত ব্রিটেনের রাজপরিবার নিয়ে। রাজপরিবারের ১০০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এই ছবিতে দেখা গেছে রানি এলিজাবেথের শাসনকাল।
প্রয়াত রানিকে নিয়ে নির্মিত আরো একটি চলচ্চিত্রের নাম ‘এলিজাবেথ অ্যান্ড মার্গারেট: লাভ অ্যান্ড লয়্য়ালটি’। রানি ও তার বোন মার্গারেটের সম্পর্কের গল্প এই সিনেমা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানি ছিলেন তরুণী। তার সেসময়কার ভূমিকা ও অবদান নিয়ে তৈরি হয় একটি ডকুফিল্ম। এর নাম ‘আউয়ার কুইন অ্যাট ওয়ার’।
‘প্রিন্স ফিলিপ: অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ’ ছবিটি মূলত প্রিন্স ফিলিপকে নিয়ে তৈরি হয়েছে। তবে এখানেও উঠে এসেছে রানির শাসনকালের একটি অংশ।