বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সামরিক মহড়ার শেষ দিনে অপ্রত্যাশিত কাণ্ড করলো ইরান

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

সামরিক-মহড়ার-শেষ-দিনে-অপ্রত্যাশিত-কাণ্ড-করলো-ইরান

সামরিক-মহড়ার-শেষ-দিনে-অপ্রত্যাশিত-কাণ্ড-করলো-ইরান

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে সামরিক মহড়া চালিয়েছে দেশটির সেনাবাহিনী। মহড়ার শেষ দিনে এসে চমক দেখালো দেশটি। ইরানের স্থলবাহিনী সফলতার সঙ্গে উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। 

জানা গেছে, স্থলবাহিনীর কয়েকটি হেলিকপ্টার হেলিবর্ন অপারেশনে অংশ নেয়। সেনাপ্রধান জেনারেল বাকেরি এ অপারেশনের প্রশংসা করে বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে।

এছাড়া মহড়ায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েকটি মোহাজের-৬ ড্রোন নজরদারি কার্যক্রম চালায় ইরান। পাশাপাশি দেশটির সামরিক বাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটও তাদের কলা কৌশল প্রদর্শন করে। প্যারাসুট ল্যান্ডিং, এয়ার ড্রপ ও বিমানের ছত্রচ্ছায়ায় পদাতিক বাহিনীর অভিযানের মতো কসরত প্রদর্শন করা হয়।

এর আগে, ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কুরবানী জানান, এবারের মহড়ায় শাফাকাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো হেলিকপ্টারগুলোতে সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে নাইট ভিশন ডিভাইস ব্যবহার করা হয় এবং তারা সফল অভিযান পরিচালনা করে।

মহড়ার দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মো. বাকেরি উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন- খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও ইরানের সামরিক বাহিনীর চিপ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।