বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাকিংহাম প্যালেসে প্রবেশ করলেন চার্লস

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বাকিংহাম-প্যালেসে-প্রবেশ-করলেন-চার্লস

বাকিংহাম-প্যালেসে-প্রবেশ-করলেন-চার্লস

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ফুলেল শ্রদ্ধার পর জড়ো হওয়া শুভাকাঙ্ক্ষীদের সম্ভাষণের পর বাকিংহাম প্যালেসে প্রবেশ করেছেন রাজা চার্লস তৃতীয়। এ সময় তার রানি সঙ্গে ছিলেন। 

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, বৃটেনের রাজা চার্লস তাকে স্বাগত জানাতে আসা লোকদের সঙ্গে হাসিমুখে কথাবার্তা বলেন। তিনি তাদের কাছ থেকে ফুল এবং দর্শকদের পক্ষ থেকে তিনি চুমু গ্রহণ করেন।

এরইমধ্যে রাজপরিবারের পতাকা উত্তোলন করা হয়েছে। এই পতাকা উড়ানোর অর্থ হচ্ছে রাজ বা রানি বাকিংহাম প্যালেসে চলে এসেছেন।

রাজপরিবারের পতাকা উড়ছে- ছবি: সংগৃহীত

এদিকে, শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, বৃটেনের নতুন রাজা চার্লস তৃতীয় জাতি ও কমলওয়েলথ দেশের উদ্দেশ্যে স্থানীয় সময় বিকেল ৬টায় ভাষণ দেবেন।

এর আগে, শুক্রবার বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হন সাধারণ ব্রিটিশ নাগরিক থেকে শুরু করে বিদেশি পর্যটকরা। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন তারা। সেখানে তারা রানির মৃত্যুতে নিজেদের শোক প্রকাশ করছেন। লন্ডনে বাকিংহাম প্যালেসের বাইরে অনেক পুষ্পস্তপক অর্পণ করেন। বাদ যায়নি রাজধানীর বাইরে থাকা উইন্ডসর ক্যাসেল ও স্কটল্যান্ডের বালমোরাল। সময় যত গড়াচ্ছে ফুলে স্তূপ তত উঁচু হচ্ছে।