বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দালালের মাধ্যমে বিদেশে গেলে বিপদ: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত : ০৯:১০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

দালালের-মাধ্যমে-বিদেশে-গেলে-বিপদ-প্রবাসীকল্যাণমন্ত্রী

দালালের-মাধ্যমে-বিদেশে-গেলে-বিপদ-প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অনেকেই দালালের মাধ্যমে টাকা খরচ করে বিদেশে গিয়ে বিপদের মধ্যে রয়েছেন। দালালের মাধ্যমে পাসপোর্ট বানালেও প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তাই সরকারিভাবে পাসপোর্ট তৈরি করুন।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম টুঙ্গিপাড়া শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দালাল ধরে বিদেশে না যেতে পরামর্শ দিয়েছে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, দালালের মাধ্যমে বিদেশ গিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ইউরোপসহ অন্যান্য দেশে এ সমস্যা বেশি হয়।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে প্রত্যেকটি উপজেলা থেকে অন্তত ১ হাজার মানুষকে বিদেশে পাঠাবে। অঙ্গীকার রয়েছে প্রতিটি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা করার, যেন প্রবাসীরা সহজেই তাদের কর্ষ্টাজিত টাকা নিরাপদে পরিবারের কাছে পাঠাতে পারে।  

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ব্যাংকের কর্মকর্তারা।