আচমকা জেগে উঠেছে নদী, ভাসছে বেঙ্গালুরু
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
আচমকা-জেগে-উঠেছে-নদী-ভাসছে-বেঙ্গালুরু
জানা গেছে, বেঙ্গালুরু শহর ভেসে যাওয়ায় সংলগ্ন চন্নাসান্দ্রা মেইন রোডও ডুবে যায়। এ রাস্তায় সবজি ও জ্বালানির মতো যাবতীয় জিনিসপত্র শহরে প্রবেশ করে। রাস্তা ভেসে যাওয়ায় শহরে দেখা দিয়েছে দৈনন্দিন জিনিসপত্রের সংকট। ঐ রাস্তার পার্শ্ববর্তী ২৫টি গ্রামও ভেসে গেছে। এরইমধ্যেই ঐ রাস্তায়টু-হুইলার ও হালকা মোটরযান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। এরইমধ্যে অনেক বাড়িতে প্রবেশ করেছে বন্যার পানি।
এদিকে, আরো পাঁচদিনের জন্য লাল সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর।
বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড, আউটার রিং রোড, ওল্ড এয়ারপোর্ট রেড, কারমাংলা রোডে কোমর পর্যন্ত পানি। ফলে হোটেলগুলোতেও জায়গা মিলছে না। একটানা ১০ থেকে ১৫ দিনের জন্য ঘর বুক করে রাখা হয়েছে বলে জানাচ্ছে হোটেল কর্তৃপক্ষ।
বর্তমানে পরিস্থিতি বিপদসংকূল হওয়ায় নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার। বেশ কিছুদিন ধরে বিপুল বৃষ্টি হচ্ছে কর্নাটকেও। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে প্রশাসন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যটির সরকার।