ফাইনালে জাবেউর মুখোমুখি ইগা সোয়াটেক
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইনালে-জাবেউর-মুখোমুখি-ইগা-সোয়াটেক
ইউএস ওপেনের নারী এককের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ওনস জাবেউর। উইম্বলডনের পর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন এই তিউনিসিয়ান।
এদিকে সেমির আরেক ম্যাচে ফাইনালের টিকিট কেটেছেন বিশ্বসেরা তারকা ইগা সোয়াটেকও। প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন পোলিশ এ তারকা।
এর আগে উইম্বলডনের শিরোপা জিতে পুরো টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন তিউনিসিয়ার ওনস জাবেউর। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে শুক্রবার শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেন ২৮ বছর বয়সী এই তারকা।
একের পর এক ম্যাচ জিতে পৌঁছে যান সেমিফাইনালে। যেখানে তার প্রতিপক্ষ ছিল ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া। সেমিফাইনালে পৌঁছানোর আগ পর্যন্ত পুরো আসরে এক সেটও হারেননি এই ফরাসি খেলোয়াড়।
কিন্তু জাবেউরের কাছে এসে ধরাশায়ী হন গার্সিয়া। ৬-১, ৬-৩ গেমে হেরে বিদায় নেন আসর থেকে। অন্যদিকে সহজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেন জাবেউর।
জয়ের পর জাবেউর বলেন, 'আমার জন্য এটি একটি দুর্দান্ত ম্যাচ। জানতাম, সে অনেক আত্মবিশ্বাসী হয়ে কোর্টে নামছে। কাজেই আমার জন্য জরুরি ছিল শুরু থেকেই নিজের খেলা দিয়ে দাপট দেখানো। শেষ পর্যন্ত তা ধরে রাখতে পেরেছি।'
টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে বিশ্বসেরা তারকা ইগা সোয়াটেক প্রথম সেট ৩-৬ গেমে বেলারুশের আরিনা সাবালেঙ্কার কাছে হেরে যান।পরের দুই সেট ৬-১, ৬-৪ গেমে জিতে আবার ঘুরে দাঁড়ান তিনি। প্রথমবারের মতো নিশ্চিত করেন ইউএস ওপেনের ফাইনালের টিকিট।