বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিপজিগের নতুন কোচ রোস

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

লিপজিগের-নতুন-কোচ-রোস

লিপজিগের-নতুন-কোচ-রোস

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠ রেড বুল এরিনাতে শাখতার দোনেৎস্কের কাছে বুধবার ৪-১ গোলে পরাজয়ের পর কোচ ডোমেনিকো টেডেসকোকে বরখাস্ত করেছে জার্মান বুন্দেসলিগা ক্লাব আরবি লিপজিগ।

তার স্থানে আজ নতুন কোচের নামও ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুন্দেসলিগা ক্লাবটির নতুন কোচের দায়িত্ব পেয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ম্যানেজার মার্কো রোস।

এর আগে গ্রীষ্মে ডর্টমুন্ড থেকে বরখাস্ত হয়েছিলেন রোস। ২০২৪ সাল পর্যন্ত তিনি লিপজিগের সঙ্গে চুক্তি করেছেন। আগামীকাল শনিবার ডর্টমুন্ডের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচটি হতে যাচ্ছে রোসের অধীনে লিপজিগের প্রথম অ্যাসাইনমেন্ট। 

গত মৌসুমে টেডেসকোর অধীনে জার্মান কাপ জয়ের মাধ্যমে ১৩ বছরের ইতিহাসে প্রথম কোন বড় শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় লিপজিগ। কিন্তু বুন্দেসলিগায় এবারের মৌসুমের শুরুটা তাদের মোটেই ভাল হয়নি। এর মধ্যে শনিবার আইনট্রাখট ফ্রাংকফুর্টের বিপক্ষে ৪-০ গোলে পরাজয় বরণ করতে হয়েছে।

লিপজিগের প্রধান নির্বাহী অলিভার মিনটেজেলাফ বলেছেন, ‘জার্মান কাপ জয়ের জন্য ডোমিনিকোসহ তার পুরো কোচিং স্টাফ অবশ্যই প্রশংসার দাবীদার। কিন্তু বুন্দেসলিগায় মধ্যম মানের শুরুতে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। পাঁচ ম্যাচে এ পর্যন্ত আমাদের সংগ্রহ মাত্র পাঁচ পয়েন্ট। এর মধ্যে আইনট্রাখট ও শাখতারের সঙ্গে সাম্প্রতিক দুটি বড় পরাজয় কোনভাবেই মেনে নেয়া যায় না। আশা করছি কোচিং দলে বড় ধরনের পরিবর্তন খুব দ্রুতই দলের চেহারা পাল্টে দিবে।’

শনিবার বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দিকে লিপজিগ। এছাড়া বুধবার চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সফরে যাবে বুন্দেসলিগার ক্লাবটি। 

রাশিয়ান সামরিক আগ্রাসনের কারনে বেশিরভাগ বিদেশী খেলোয়াড় হারিয়ে অনেকটাই দূর্বল দল হিসেবে লিপজিগে খেলতে গিয়েছিল শাখতার। কিন্তু তারপরও লিপজিগের গোলবারে নেয়া পাঁচটি শটের মধ্যে তারা চারটিতেই গোল আদায় করে নেয়। 

৯ মাস আগে টেডেসকোকে লিপজিগের কোচের দায়িত্ব দেয়া হয়েছিল। এর আগে দুই বছর তিনি রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোর কোচের দায়িত্ব পালন করেছেন। 

২০২১-২২ মৌসুমে বুন্দেসলিগায় ডর্টমুন্ডকে দ্বিতীয় স্থান উপহার দেয়া সত্ত্বেও চাকরী হারাতে হয়েছিল রোসকে। জার্মানীতে আসার আগে রেড বুল সালজাবার্গেল হয়ে দুটি অস্ট্রিয়ান শিরোপা জিতেছেন তিনি।